ছবি: বাংলাবার্তা
আঙ্গুলের ছাপ না থাকায় বায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রবিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যে সকল করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙ্গুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব করদাতারা দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন), জাতীয় রাজস্ব বোর্ড এর ৭১৭ নং কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিলপূর্বক সাপ্তাহিক অফিস চলাকালীন রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এরই মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী প্রায় ১০ লাখ করদাতাসহ সকল করদাতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এনবিআর। একই সঙ্গে এনবিআর আগামী ৩১ জানুয়ারির মধ্যে সকল করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহবান জানাচ্ছে।’