
সংগৃহীত
পাকিস্তান থেকে আরও ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি মারিয়াম। খাদ্য অধিদফতরের আমদানিকৃত এ চাল সরকারিভাবে জি টু জি চুক্তির আওতায় আনা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাস কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে, গত ৫ মার্চ ভারত ও পাকিস্তান থেকে মোট ৩৭ হাজার ২৫০ টন চাল বাংলাদেশে আসে। সেবার পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে জাহাজ এমভি সিবি এবং ভারত থেকে ১১ হাজার টন সিদ্ধ চাল নিয়ে জাহাজ এইচটি ইউনিটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
সরকারি খাদ্য মজুত শক্তিশালী করতে ধারাবাহিকভাবে চাল আমদানির এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাবার্তা/এমএইচ