
ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা দুই দিন বাড়িয়ে ১৮ মার্চ পর্যন্ত করেছে। সাধারণত প্রতি মাসের ১৬ তারিখ রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও, কারিগরি ত্রুটির কারণে এবার সময়সীমা বাড়ানো হয়েছে।
রোববার (১৬ মার্চ) এনবিআরের পক্ষ থেকে কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের অফিসগুলোতে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এনবিআরের ব্যাখ্যায় বলা হয়েছে, অনলাইনে একসঙ্গে বিপুল সংখ্যক করদাতা রিটার্ন দাখিলের চেষ্টা করায় এবং ব্যবহৃত হার্ডওয়্যার সিস্টেমের পুরনো হওয়ার কারণে কারিগরি জটিলতা দেখা দেয়। এতে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি।
এ অবস্থায় ফেব্রুয়ারি ২০২৫ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময়সীমা ১৬ মার্চ থেকে বাড়িয়ে ১৮ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ৩ লাখের বেশি ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, যেখানে ২৩ শতাংশ প্রতিষ্ঠান এখনো হার্ড কপির মাধ্যমে জমা দেয়। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে মোট ৫ লাখ ৮১ হাজার নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪ লাখ নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে।
এনবিআর আশা করছে, সময়সীমা বাড়ানোর ফলে ভ্যাট দাখিলের প্রক্রিয়া আরও নির্বিঘ্ন হবে এবং করদাতারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
বাংলাবার্তা/এমএইচ