
ফাইল ছবি
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, চলতি করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। একইসঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা করদাতার সংখ্যা ১৯ লাখের বেশি হয়েছে।
এনবিআরের ওয়েবসাইট (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে করদাতারা সহজে এবং দ্রুত তাঁদের ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। এই প্ল্যাটফর্ম থেকে রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ এবং টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধাও মিলছে।
করদাতাদের সুবিধার্থে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ ও সমন্বয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তদুপরি, কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এনবিআর ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমের উন্নয়নে কাজ শুরু করেছে। এ লক্ষ্যে "ই-রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান নির্ধারণ" শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। করদাতাদের মতামত ও পরামর্শ গ্রহণ করে সিস্টেমকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার পরিকল্পনা করছে সংস্থাটি।
জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা সম্মানিত করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতে আরও বেশি করদাতাকে ডিজিটাল সেবা গ্রহণে উৎসাহিত করছে।
বাংলাবার্তা/এমএইচ