
ছবি: সংগৃহীত
ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) শেয়ারবাজারে সরকারি মালিকানাধীন এবং বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার ডিবিএ’র পক্ষ থেকে পাঠানো চিঠিতে, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছায়। চিঠির মাধ্যমে ডিবিএ সরকারকে বাজারে সুশাসন প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে দেশের পুঁজিবাজারে বিভিন্ন অনিয়ম, অপশাসন ও অস্থিরতা চলছে, যার ফলে অসংখ্য প্রতিষ্ঠান কার্যকর হয়ে উঠতে পারেনি। এতে প্রকৃত অর্থে শেয়ারবাজারের আকার প্রায় ৪০ শতাংশ সংকুচিত হয়েছে। বিশেষ করে ১৯৯৬ এবং ২০১০ সালে বাজারে কারসাজি ও আর্থিক সংকটের কারণে বিনিয়োগকারীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া ২০২০ সালে করোনার কারণে শেয়ারবাজারে ব্যাপক ধস দেখা যায় এবং প্রায় ২০ মাস শেয়ারদামের ওপর ফ্লোর প্রাইস কার্যকর থাকায় বাজারের ক্ষতি আরও বেড়ে যায়।
ডিবিএ’র চিঠিতে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান মানহীন আইপিও (প্রাথমিক শেয়ার) ছাড়ার মাধ্যমে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, যা বাজারের স্থায়ী তারল্য সংকটে পরিণত হয়েছে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার অদক্ষতা, সুশাসনের অভাব এবং জবাবদিহিতার ঘাটতি বাজারের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।
চিঠিতে ডিবিএ আরও বলে, দেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক কোম্পানি এবং বড় বহুজাতিক কোম্পানির শেয়ার তালিকাভুক্তি অত্যন্ত জরুরি। এসব কোম্পানি বাজারে যোগ করলে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, যা বাজারের আস্থা পুনরুদ্ধারে সাহায্য করবে।
ডিবিএ’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে যে, শেয়ারবাজারের সুশাসন প্রতিষ্ঠা ও শিল্পায়নের জন্য মূলধন সংগ্রহের পরিবেশ তৈরির লক্ষ্যে বাজারে নতুন এবং স্বচ্ছ আইপিও তালিকাভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাবার্তা/এমএইচ