
ছবি: সংগৃহীত
ঈদ উপলক্ষে টানা নয় দিনের ছুটিতে দেশের ব্যাংকিং সেবা সচল রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সার্বক্ষণিকভাবে চালু থাকবে। এ ছাড়া গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে, যা দেশের সকল বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস অপারেটরদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটির এই সময়ে ডিজিটাল ব্যাংকিংয়ের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো সাইবার হামলার চেষ্টা ঘটে, তবে গ্রাহকদের সঙ্গে সঙ্গে সতর্ক করা হবে।
এদিকে, ব্যাংকগুলোর কার্যক্রম ২৫ মার্চ এবং ২৭ মার্চ পর্যন্ত স্বাভাবিকভাবে চলবে, তবে ২৮ মার্চ থেকে শুরু হবে ঈদের ছুটি, যা ৫ এপ্রিল পর্যন্ত চলবে।
এ পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঈদের সময়েও ব্যাংকিং সেবা যাতে বিরতিহীনভাবে চলতে থাকে, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ