
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৮ মার্চ)। এর ফলে আজ (২৭ মার্চ) শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম। ঈদের ছুটির কারণে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে ৬ এপ্রিল (রোববার) পর্যন্ত। তবে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত সময়ের জন্য ব্যাংক সেবা চালু থাকবে।
আজ বৃহস্পতিবার শেষ কার্যদিবস হওয়ায় দেশের ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচেপড়া ভিড় থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকরা নগদ অর্থ উত্তোলন, ঋণের অর্থ ছাড়, রেমিট্যান্সের ডলার বিনিময়, সঞ্চয়পত্র নগদায়ন, মুনাফা উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম আজ সম্পন্ন করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ব্যাংকগুলো তারল্য সংকট এড়াতে পর্যাপ্ত অর্থের জোগান রেখেছে। কলমানিসহ বিভিন্ন উৎস থেকে ব্যাংকগুলো নগদ অর্থের ব্যবস্থা করেছে, যাতে গ্রাহকদের কোনো ধরনের অসুবিধা না হয়। কলমানি মার্কেটে সুদের হারও নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যা বর্তমানে ১০-১২ শতাংশের মধ্যে রয়েছে।
ঈদের ছুটির মধ্যে তৈরি পোশাক শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে ২৮ মার্চ (শুক্রবার) এবং ২৯ মার্চ (শনিবার) সীমিত সময়ের জন্য কিছু ব্যাংক শাখা খোলা থাকবে।
-
শুক্রবার (২৮ মার্চ): সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-
শনিবার (২৯ মার্চ): সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
এই দুইদিন ঢাকার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের কিছু এলাকায় নির্দিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা থাকবে। এছাড়া শনিবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলোও চালু থাকবে, তবে ঋণ সংক্রান্ত কোনো লেনদেন করা যাবে না। শুধুমাত্র নগদ টাকা উত্তোলন, স্থানান্তর এবং চেক নগদায়নের সুযোগ থাকবে।
ব্যাংকের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। ফলে গ্রাহকরা যেকোনো সময় টাকা তুলতে বা অনলাইন লেনদেন করতে পারবেন।
ঈদের ছুটির পর আগামী ৬ এপ্রিল (রোববার) ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু হবে। ওই দিন থেকে ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ব্যাংক সূত্র জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে গ্রাহকরা শেষ মুহূর্তে ব্যাংকে ভিড় করতে পারেন। তাই গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন আগেভাগে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ