
ছবি: সংগৃহীত
এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববাজারের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হলেও, চলতি মাসে কোনো পরিবর্তন আনা হয়নি।
নতুন দাম কার্যকর হচ্ছে ১ এপ্রিল থেকে, যা আগের মাসের মতোই বহাল থাকবে।
জ্বালানি তেলের নির্ধারিত মূল্য:
ডিজেল: প্রতি লিটার ১০৫ টাকা
কেরোসিন: প্রতি লিটার ১০৫ টাকা
অকটেন: প্রতি লিটার ১২৬ টাকা
পেট্রোল: প্রতি লিটার ১২২ টাকা
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারের মূল্যের উপর নির্ভর করে প্রতি মাসে দাম সমন্বয় করা হয়। তবে এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিদ্যমান মূল্যই বহাল রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা দেশের পরিবহন ও কৃষিখাতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
বাংলাবার্তা/এমএইচ