
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে উচ্চ শুল্ক আরোপ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল গড়ে ১৫%।
স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, “আজকের দিনটিকে আমরা ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে উদযাপন করছি। এটি আমেরিকান শিল্পের পুনর্জন্মের দিন।”
ট্রাম্প প্রশাসনের এই নতুন নীতির আওতায় ভারত, পাকিস্তান, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে ৩৭% শুল্ক আরোপ রপ্তানি খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বার্ষিক রপ্তানি প্রায় ৮.৪ বিলিয়ন ডলার। তবে নতুন শুল্ক কার্যকর হলে এই রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
বাংলাবার্তা/এমএইচ