
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রশমিত হওয়ায় দেশের অর্থনীতি আবার গতি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন তথ্য বলছে, অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশে। এর আগের প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) এই হার ছিল ১ দশমিক ৮১ শতাংশ, যা ছিল সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন।
চলতি অর্থবছরের শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতা—বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলন এবং সরকারের পরিবর্তনের ঘটনাপ্রবাহ—অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে ধীরগতি দেখা দেয়, যার ফলেই জিডিপি প্রবৃদ্ধি নেমে গিয়েছিল আশঙ্কাজনক হারে।
তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা জোয়ার এসেছে। কৃষি ও সেবা খাতে স্থিতিশীল প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। শিল্প খাতেও উন্নতি দেখা যাচ্ছে, যদিও গতি এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনীতির এই পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জোরদার হবে। তবে তারা সতর্ক করে বলছেন, উন্নয়ন প্রকল্পে গতি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ পরিবেশে আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি।
প্রসঙ্গত, আইএমএফের ঋণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ এখন প্রতি প্রান্তিকে জিডিপির হিসাব প্রকাশ করছে, যা অর্থনৈতিক নীতিনির্ধারণে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ