
ছবি: সংগৃহীত
দেশের স্বর্ণবাজারে আবারও ইতিহাস সৃষ্টি হয়েছে। এবার রেকর্ড গড়ল দাম। ২২ ক্যারেটের হলমার্ক সোনার প্রতি ভরির দাম প্রথমবারের মতো ছুঁয়েছে ১ লাখ ৫৯ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে, যা আজ শুক্রবার থেকে কার্যকর হয়েছে।
নতুন এই দরে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার ১১২ টাকায়। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকায়।
এর ফলে ২২ ক্যারেটের সোনার দাম এক লাফে বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি। ২১ ক্যারেটের ক্ষেত্রে বাড়তি দাম ২ হাজার ২৯৭ টাকা এবং ১৮ ক্যারেটে বেড়েছে ১ হাজার ৯৭১ টাকা। সনাতন পদ্ধতির সোনায় বাড়তি খরচ পড়ছে ১ হাজার ৬৮০ টাকা।
এর আগে ৮ এপ্রিল বাজুস ঘোষণা দিয়েছিল, আন্তর্জাতিক বাজারে দামের পতনের প্রেক্ষিতে দেশে সোনার দাম কমানো হচ্ছে। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম এক হাজার ২৪৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা, যা ২৯ মার্চ পর্যন্ত ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অস্থিরতা ও মূল্যস্ফীতির সময়কালীন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। ফলে স্বর্ণ শুধু অলংকারের উপাদান নয়, বরং এক প্রকার আর্থিক নিরাপত্তা বলেও বিবেচিত হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ