ছবি সংগৃহীত
বিএনপির ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রবেশের তিনটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের ২ নম্বর ও ৪ নম্বর ফটকে এবং পোগজ ল্যাবরেটরি স্কুলের গেট তালা ঝুলিয়ে দেয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর ফটকগুলো দীর্ঘক্ষণ তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে সকাল ৮টার দিকে ফটকের তালা ভেঙে যাতায়াতব্যবস্থার সুযোগ তৈরি করে দেন শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীরা। এরপর দ্বিতীয় ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ভেতরে প্রবেশ করে।
তালা দেওয়ার কথা স্বীকার করে জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্ল্যা বলেন, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মচারীদের দুর্নীতির বিচার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশের বিচারব্যবস্থা সংশোধন করা ও ১ দফা দাবি বাস্তবতাবায়নের দাবিতে জনগণের স্বার্থে চলমান আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করছে৷ এর অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে আমরা জবি শিক্ষার্থীদের উৎসাহিত করেছি।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।