বাংলাবার্তা
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের চাপায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে রুবেল পারভেজের হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ সড়ক এবং সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানান তারা।
গত বৃহস্পতিবার সকালে ধামরাইয়ে বাসের জন্য অপেক্ষায় ছিলেন রুবেল পারভেজ। এ সময় সেলফি পরিবহনের দুটি বাসের রেষারেষিতে একটি বাস রুবেলের ওপর চাপা দিলে রুবেলসহ দুইজন মারা যান। পরে এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেলফি পরিবহনের ২০ বাস আটক করে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, রুবেলের হত্যাকাণ্ডের জন্য আজকের এই মানব-বন্ধন। এই অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক সেলফি বাস আমরা বন্ধ রাখবো। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি ঢাকা আরিচা মহাসড়কে সেলফি বাসের রুট পারমিট যাতে বাতিল করে দেন। এই জীবন ধ্বংসকারী বাস চাকায় নইলে আরও অনেককে জীবন দিতে হবে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়।
বাংলাবার্তা/পারভেজ