এসএসসি-এইচএসসি পরীক্ষা। ছবি : সংগৃহীত
আগামী বছরের (২০২৫) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা হবে আর এপ্রিলের শুরুতে এইচএসসি।
এই সময়সূচি অনুসরণ করে এই বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
মঙ্গলবার (০৫ মার্চ) আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ কথা বলেন।
অধ্যাপক তপন কুমার বলেন, করোনাভাইরাস পরিস্থিতির আগে আমরা সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করতাম। আমরা আগের সেই সূচিতে ফিরে যেতে চাই। এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে আয়োজন করা যাবে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। সেটা ২০২৩ সালের সিলেবাস অনুযায়ী ।
বাংলাবার্তা/এআর