ছবি : সংগৃহীত
দেশে বইছে তীব্র তাপদাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই তাপদাহ আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বহাল থাকতে পারে। এই ৩ দিন প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তীব্র গরমের মধ্যে রোববার (২১ এপ্রিল) সারাদেশে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।
তিনি জানান, দেশজুড়ে বহমান দাবদাহের দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাবার্তা/এআর