ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। যা শুরু হয়েছে গত ১৬ এপ্রিল এবং শেষ হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে মে মাসের ৫ তারিখ পর্যন্ত।
রোববার (২২ এপ্রিল) সাকলে আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবে। ফি পরিশোধ করা যাবে ৬ মে। বিলম্ব ফি সহ ফরম পূরণ করা যাবে ৭ থেকে ১২ মে পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১৩ মে। ‘সোনালি সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সবশেষ তারিখ ১৩ মে পর্যন্ত পুনর্নির্ধারিত করা হলো।
উল্লখ্য, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন।
বাংলাবার্তা/এআর