ছবি : সংগৃহীত
দেশে বইছে তীব্র তাপদাহ, তবে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকার নতুন করে আর ছুটি না বাড়ানোর দিকে হাঁটছে। রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রণালয় সূত্র জানায়, তাপপ্রবাহের কারণে ঘোষিত ছুটি বৃহস্পতিবার শেষ হচ্ছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি। ফলে ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনের অধিদপ্তরগুলোতে।
গত দুই সপ্তাহ ধরে দেশে বইছে তীব্র তাপদাহ, এমন পরিস্থিতিতে গত ২২, ২৩ ও ২৪ এপ্রিল সারাদেশে ‘হিট অ্যালার্ট’ জারি করেছিলো আবহাওয়া অফিস। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবারও নতুন করে ৭২ ঘন্টার ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস।
বাংলাবার্তা/এআর