ছবি : সংগৃহীত
দেশে বইছে তীব্র তাপদাহ, এমন পরিস্থিতিতে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (০২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।
এখন দেশে চলছ ৩ দিনের হিট অ্যালার্ট। ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলায় সোমবার (২৯ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। রোববার (২৮ এপ্রিল) রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাবার্তা/এআর