ছবি : সংগৃহীত
তীব্র তাপদাহের মধ্যে গত ২৮ এপ্রিল দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এমন অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হাইকোর্ট বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।
শিক্ষা মন্ত্রণালয় এই আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি না করায় বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল থাকছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তবে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছেন। এর মধ্যে বুধবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি।
বাংলাবার্তা/এআর