
সংগৃহীত
স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
তিনি বলেন, "বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩২ বছর। এটিকে বাড়িয়ে ৩৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে আরও বেশি চিকিৎসক সুযোগ পান।"
চিকিৎসকদের সাম্প্রতিক ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, "বিগত সরকারের সময় অনিশ্চয়তার কারণে চিকিৎসকদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছিল, যার প্রতিফলন গতকালের আন্দোলনে দেখা গেছে। তবে বর্তমান সরকার তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আন্তরিক এবং দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে।"
সরকারের আশ্বাসের পর চিকিৎসকরা আন্দোলন থেকে সরে এলেও কিছু ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী এখনও ক্লাসে ফিরছেন না বলে জানান তিনি। এ বিষয়ে তিনি আহ্বান জানিয়ে বলেন, "সবার উচিত নিজেদের দায়িত্ব পালন করা।"
এছাড়া, চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে এবং এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান অধ্যাপক সায়েদুর রহমান।
বাংলাবার্তা/এমএইচ