
ফাইল ছবি
খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে ২০ এপ্রিল পড়ায় এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের নির্ধারিত দিন পরিবর্তন করা হয়েছে। বিতর্কের মুখে ঢাকা শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নিয়ে নতুন রুটিন প্রকাশ করেছে।
বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে নতুন পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, ২০ এপ্রিল নির্ধারিত গণিত পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নতুন সময়সূচি
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে।
১০ এপ্রিল: বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু।
৮ মে: লিখিত পরীক্ষা শেষ হবে।
১০ মে: ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
কতজন পরীক্ষার্থী অংশ নিচ্ছে?
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী: ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।
মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী: ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী: ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। সময় পরিবর্তন সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানকে অবহিত করা হবে।
শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, "ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সম্মান জানাতে এবং পরীক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করেই পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষার সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বোর্ড প্রস্তুত রয়েছে।"
পরীক্ষার সময়সূচিতে সামান্য পরিবর্তন এলেও এসএসসি পরীক্ষার্থীদের এখনই নতুন সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডসহ সব শিক্ষা বোর্ড পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিতে কাজ করছে।