
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন। ইউনূস সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। এই বক্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর রাতে রাস্তায় নেমে সশক্ত প্রতিবাদ জানায়।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল হয়ে ওঠে। শিক্ষার্থীরা দাবি করেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘জুলাইয়ের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই’, ‘কিলার লীগ, ব্যান ব্যান’, ‘ভারতের দালালের হুশিয়ার সাবধান’, ‘ইউনূস সাহেবের বক্তব্য, প্রত্যাহার করো করতে হবে’, ‘বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বক্তব্যে উল্লেখ করা হয়েছিল যে, আওয়ামী লীগের কিছু নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, কিন্তু তাঁদের বিচার দেশের আদালতে হবে। তবে, তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।
এ বক্তব্যের পর শিক্ষার্থীরা দৃঢ়ভাবে আওয়ামি লীগ নিষিদ্ধের দাবি জানান এবং তাদের দাবি পূরণের জন্য আরও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার প্রতিশ্রুতি দেন।
বাংলাবার্তা/এমএইচ