
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আজ সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। পাশাপাশি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দপ্তর।
রবিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জাবি এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা ও চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, তার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংহতি জানিয়েছে।”
এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার দিনব্যাপী শিক্ষা কার্যক্রম স্থগিত এবং প্রশাসনিক দপ্তরে আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে 'মানবিক ও নৈতিক দায়বদ্ধতা' হিসেবে ব্যাখ্যা করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির মাধ্যমে গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে দৃশ্যমান প্রতিবাদ জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ আন্দোলনে ‘গ্লোবাল স্টুডেন্টস ফর গাজা’ ব্যানারে একাধিক দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান আবাসিক বিশ্ববিদ্যালয় জাবিও আজ থেমে গেছে গাজার জন্য।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, “আমরা আজ শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, মনেও শোক পালন করছি। এই মুহূর্তে চুপ থাকা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শামিল।”
বিশ্বের বিবেকবান মানুষ যখন গাজার শিশু, নারী ও নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে সরব, তখন জাবির এই প্রতিবাদ প্রমাণ করে, মানবতা সব সময় সীমান্তের ঊর্ধ্বে।
আজ ক্লাস-পরীক্ষা স্থগিতের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরাও জানিয়ে দিল, গাজা একা নয়— পৃথিবী দেখছে, এবং প্রতিবাদ করছে।
বাংলাবার্তা/এমএইচ