
ছবি: সংগৃহীত
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার লিখিত অংশ শেষ হবে ১৩ মে, এবং মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ১৫ মে পর্যন্ত চলবে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
এবারের পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা, এবং ফটোকপি মেশিন বন্ধ রাখার বিধিনিষেধ।
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছাতে হবে। বিলম্বী পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।
কেন্দ্রে মুঠোফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, এবং পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো ধরনের কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না। এছাড়া, প্রশ্নপত্র পরিবহন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে, যাতে প্রশ্নপত্র ফাঁস ও নকল রোধ করা যায়।
এছাড়া, সকল ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ রাখতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবের বিরুদ্ধে নজরদারি চালানো হবে।
এসএসসি পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে সরকারের এসব পদক্ষেপে পরীক্ষার্থীদের ন্যায়সঙ্গত পরীক্ষার সুযোগ দেওয়া হবে।
বাংলাবার্তা/এমএইচ