
ছবি: সংগৃহীত
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ, ৮ এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে। এদিকে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে আগামীকাল, ৯ এপ্রিল। মাদরাসাগুলোর জন্যও আজ থেকে ক্লাস শুরু হওয়ার ঘোষণা এসেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ছুটি, যার মধ্যে ছিল শ্রী শ্রী শিবরাত্রি, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি, শেষ হওয়ার পর ৭ এপ্রিল খুলে দেওয়া হলেও 'গ্লোবাল স্ট্রাইক ফর গাজা' কর্মসূচিতে সংহতি জানিয়ে ওই দিন ক্লাস হয়নি। তবে আজ থেকে পুরোদমে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
এদিকে, গত ২ মার্চ পবিত্র রমজান উপলক্ষে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়, যা ৪০ দিনের ছুটি শেষে আগামীকাল বুধবার থেকে খুলবে। মাধ্যমিক বিদ্যালয়ের এই ছুটির পর ক্লাস শুরু হবে পুরোদমে।
মাদরাসাগুলোও গত ২৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ ছিল এবং ঈদুল ফিতরের ছুটির পর আজ থেকে মাদরাসাগুলোর ক্লাস শুরু হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে।
তবে, দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ৬ এপ্রিল থেকে ক্লাস শুরু হয়েছে, কিন্তু যেসব কলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত (স্কুল অ্যান্ড কলেজ), সেগুলো আগামীকাল বুধবার থেকে খুলবে এবং সেখানে ক্লাস শুরু হবে।
এভাবে ছুটি শেষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষাবর্ষ পুনরায় শুরু হচ্ছে।