
ছবি: সংগৃহীত
এবারের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার, ১০ এপ্রিল থেকে। এবারের এসএসসি পরীক্ষা দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা, যেখানে প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। সারা দেশের ১১টি শিক্ষাবোর্ডের ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষাবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সব প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ঘাটতি দেখা যায়নি।
এছাড়া, এবার বিশেষ সুবিধা প্রদান করা হবে সেসব শিক্ষার্থীদের জন্য যারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছিল। তাদের জন্য পরীক্ষার হল রুমে বসে পরীক্ষা দেওয়া সম্ভব না হলে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলো ১৩ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এবারের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাবার্তা/এমএইচ