
ছবি: সংগৃহীত
দেশজুড়ে আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। বিকেল ৩টায় শুরু হয়ে এক ঘণ্টা ব্যাপী চলবে এই পরীক্ষা।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের অধীনে ৩,৮৬৩টি আসনের বিপরীতে পরীক্ষার্থী সংখ্যা প্রায় ৯৪ হাজার, যা প্রতিটি আসনের বিপরীতে প্রায় ২৫ জন পরীক্ষার্থীর প্রতিযোগিতা তৈরি করেছে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেশের ৯টি কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। এসব বিশ্ববিদ্যালয় ও পরীক্ষাকেন্দ্র হলো:
-
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)
-
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
-
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা)
-
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
-
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
-
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
-
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
-
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
-
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দুই-ই লক্ষ করা গেছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রতিটি কেন্দ্র। এরই মধ্যে অভিভাবকসহ ভিড় জমেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্র সংশ্লিষ্টতা কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে।
এক কেন্দ্রের পরীক্ষার্থী যদি অন্য কেন্দ্রে উপস্থিত হয়, তার পরীক্ষা বাতিল করা হবে।
এছাড়া, শিক্ষার্থীদের পরিচয়পত্র, প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।
বাংলাবার্তা/এমএইচ