
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার অভিনেত্রী শারমিন আঁখি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত তিন দিনেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি আঁখির। মাঝে কিছুটা ভালো হলেও পরবর্তী সময়ে তার রক্তের প্লাজমা দ্রুত কমতে থাকে। তবে বর্তমানে তাকে প্লাজমা দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান।
ডা. আইউব হোসেন বলেন, ‘শারমিন আঁখির শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। বর্তমানে তিনি ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছেন। তাঁকে আমরা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলতে পারছি না।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, তার অবস্থা এখন পর্যন্ত একই রকম রয়েছে। তেমন কোনো উন্নতি হয়নি তার। আমরা নিয়মিত তার দেখভাল করছি। সেরে উঠতে বেশ সময় লাগবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে আঁখির। সেই বিস্ফোরণে হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে এই অভিনেত্রীর। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তার।
বৈদ্যুতিক শর্টসার্কিট বিস্ফোরণে তার শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।