সংগৃহীত ছবি
বহুল আলোচিত জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে গ্রেপ্তার করেছে র্যাব।
জানা যায়, হিমুকে হাসপাতালে নিয়ে যান রাফি। অভিনেত্রীর মৃত্যুর পরই তিনি হিমুর মোবাইল ফোনসহ পালিয়ে যান। বিবাহিত রাফির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল হিমুর।
এর আগে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেছিলেন, ‘মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি নামের এক যুবকের সঙ্গে বন্ধুত্ব ছিল অভিনেত্রী হিমুর। তার সঙ্গে দ্বন্দ্বের জেরে না অন্য কোনো কারণে হিমুর মৃত্যু হয় তার তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
হিমুর কথিত প্রেমিক রাফি সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। অভিনেত্রীর সহকর্মীরাও তাকে চেনেন না। কারণ ব্যক্তিগত জীবন নিয়ে হিমু কাউকে কিছু বলতেন না।
অভিনেত্রীর কাছের সহকর্মী অভিনেতা প্রাণ রায় জানিয়েছেন, তিনি কখনো প্রেমিক রাফির নাম শোনেননি। তা ছাড়া ব্যক্তিগত বিষয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা হতো না।