ছবি : সংগৃহীত
অভিনেত্রী দীপা খন্দকার তার অভিনয় জীবনের চলার পথে কখনো বিরতি নেননি। এখনো তিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, সিনেমাতে অভিনয় করছেন আবার উপস্থাপনাও করছেন। বিগত চার বছর ধরে নাগরিক টিভিতে 'রান্নার এক্সপার্ট অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি।
এরই মধ্যে গেলো সপ্তাহে বিটিভিতে প্রচারিত হলো তার অভিনীত খণ্ডনাটক 'বৃষ্টির মতো ঝরে লাল গোলাপের পাঁপড়ি'। নাটকটি রচনা করেছেন নাহিদ ফারহানা ও প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আওতাধীন 'শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম'-এ একজন আলোচক হিসেবে অংশ নিয়েছেন তিনি। বিটিভিতে প্রচারের জন্য নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌসী। এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লেগেছে বলে জানান দীপা। তিনি আপাতত কোনো নতুন ধারাবাহিকে অভিনয় করছেন না।
নিজের বর্তমান সময় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, 'আগের মতো পুরো ইন্ডাস্ট্রিতেই কাজের গতি নেই। তারপরও আমি টুকটাক কাজ করছি। তবে প্রত্যাশা এটাই যে দ্রুত আমাদের মিডিয়াতে কাজের গতি ফিরে আসুক। অনেক শিল্পীই ঘরে এসে সময় পার করছেন। এই সময়টা পেরিয়ে সবাই কাজে ফিরুক, এমনটাই চাওয়া। আর একজন শিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই আমি বিটিভিতে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করেছি। আমার খুব ভালো লেগেছে এ ধরনের অনুষ্ঠানে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করতে পেরে। যেহেতু আমি নিজে একজন মা, নিজে একজন গৃহিণী। তাই আমার দৃষ্টিকোণ থেকে যেসব বিষয় আলোচনা করা জরুরি, আমি ঠিক তাই করার চেষ্টা করেছি।'
অনুষ্ঠানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।
বাংলাবার্তা/এমআর