মোস্তফা সরয়ার ফারুকী ও প্রিন্স মাহমুদ। ফটো কোলাজ: বাংলাবার্তা
চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল রোববার (১০ নভেম্বর) শপথ নিয়েছেন। এরপরই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ফারুকীকে নিয়ে বেশ জোরালো সমালোচনা হচ্ছে। সমালোচকরা তাকে ‘সুবিধাবাদী’ হিসেবে উল্লেখ করেছেন।
সমালোচকরা বলছেন, ‘তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ‘‘বাছাইকৃত’’ বিষয় নিয়ে কথা বলেছেন। যেসব কথায় সরকার খুব একটা রাগ করবে না; আবার দেশের মানুষও খুশি হবেন।’
এরইমধ্যে ফারুকির ফেসবুক অ্যাকাউন্টের কিছু লেখার স্ক্রিনশর্ট ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ফারুকী আওয়ামী লীগ সরকারের ‘পাতানো’ ‘শাহবাগের গণজাগরণ মঞ্চের’ পক্ষ নিয়েছেন। আবার ফারুকীর স্ত্রী অভিনয় করেছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি সিনেমায়।
অপরদিকে, মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। এই সংখ্যাও বেশ বড়।
ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। দেশবরেণ্য সুরকার প্রিন্স মাহমুদও ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে সঠিক মনে করছেন।
নিজের ফেসবুকে প্রিন্স লিখেছেন, ফারুকী একদম ঠিক আছে। এই মুহূর্তে ওকেই দরকার। ‘সূর্য ঠিকই এসে গড়াগড়ি খায় তোমার কোলে বারান্দায়’। একটা নতুন শুরু ...।
বাংলাবার্তা/এমআর