ছবি : সংগৃহীত
তরুণ কণ্ঠশিল্পী রোদসী ইসফার ফাতেমী। সম্প্রতি ১১টি গানের একটি মৌলিক অ্যালবাম প্রকাশ করলেন তিনি। নিজের কথা ও সুরে গাথা এই অ্যালবামটির নাম 'অনুভূতির আলোড়ন'।
গানগুলোর সংগীতায়োজন করেছেন রোদসী, জগৎ জিৎ ও আদিব কবির। গত ২ নভেম্বর অ্যালবামের সব গানের লিরিক ভিডিও প্রকাশ হয়েছে রোদসীর ইউটিউব চ্যানেলসহ স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজানসহ বৈশ্বিক অসংখ্য অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। শ্রোতাদের পক্ষ থেকে প্রতিদান মিলছে ইউটিউব-ফেইসবুকের মন্তব্যের ঘরে বলে জানান শিল্পী।
গানের শিরোনামগুলো এমন- কাঠের প্রজাপতি, সমাপ্তি, মধ্যাহ্ন, বসন্তদূত, শেষ হেমন্তের বৃষ্টিতে, গোলকধাঁধা, এক শুরু না হওয়া গল্প, শুভযাত্রা, অনুভূতির আলোড়ন, ও প্রিয় এবং রাগিণী। গানগুলো প্রকাশ করেই গিটার বা কণ্ঠ থামাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী। তাকে ঘিরে কারখানা নামের একটি প্রতিষ্ঠান আয়োজন করছে একক কনসার্ট।
১৬ নভেম্বর রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি। যেখানে শিল্পী একাই গেয়ে শোনাবেন তার যত গান, বাজাবেন গিটারও।
প্রথম একক অ্যালবাম ও একক কনসার্ট প্রসঙ্গে রোদসী জানান, 'গানগুলো সফট পপ ঘরানার। এতে প্রেম ও বিরহ এসেছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। গানগুলো এই সময়ের শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমি নিজেও এই সময়েরই মানুষ। আর কনসার্টেও আমি গানগুলো শোনাতে চাই। সেই প্রস্তুতি চলছে। আমি জানি, একক কনসার্ট আমার জন্য একটু কঠিন। তবে কঠিনকে স্বস্তিদায়ক করার চেষ্টা আমার মধ্যে বিরাজমান। দেখা যাক। সবাইকে আমন্ত্রণ জানাই, প্লিজ আসবেন আমাকে শুনতে।'
বাংলাবার্তা/এমআর