ছবি : সংগৃহীত
গায়িকা থেকে নায়িকা হয়ে প্রশংসায় ভাসছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। এ বছরের জানুয়ারিতে ‘উইকড’ সিনেমার কাজ শেষ হয়। চলতি নভেম্বরের ৩ তারিখে অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ার হয়। সেখানে এই সিনেমা ব্যাপক প্রশংসা পেয়েছে।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়ানা গ্রান্ডে। তিনি তার চরিত্রের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি এ সিনেমার নায়িকা হয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। তার অভিনয় সবাই পছন্দ করেছেন। ২২ নভেম্বর ছবিটি মুক্তি বাংলাদেশেও মুক্তি পেয়েছে। এটি দেখানো হচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে গ্রান্ডে বলেন, প্রথমদিকে এই চরিত্রের জন্য আমি কিছুটা দ্বিধায় ছিলাম। কারণ আমার কাছে ‘গ্লিন্ডা’ চরিত্র সম্পর্কে আগে কোনো স্পষ্ট ধারণা ছিল না।
বাংলাবার্তা/এমআর