ছবি: বাংলাবার্তা
‘মন পাইতে স্বজন লাগে’ শিরোনামে নবাগত শিল্পী সৃজনের কণ্ঠে আসছে হৃদয় ছোঁয়া একটি বিরহের গান। ইতোমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে।
রাহুল রাজের কথায় ও রিফিয়ান রুয়েলের কম্পোজে গানটি সব শ্রেণির শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন গানের প্রয়োজক শাহীন মিয়া।
তিনি বলেন, ‘মন পাইতে স্বজন লাগে, লাগেরে সাধনা, মনে টানে পিরিত বাড়ে কলঙ্কের ভয় থাকে না’ গানের কথাগুলো যেমন মনকে নাড়া দেয় তেমনি গানের সুর শ্রোতাদের মনে গেথে থাকবে। গান প্রিয় বাঙালি মনে বিরহের এই গান আলাদা স্থান পাবে বলে আশা করছি।
বাংলার গান রেকর্ডিং স্টুডিওতে গানটি ইতোমধ্যে কম্পোজ হয়েছে। দ্রুতই গানটি সবার জন্য মুক্তি পাবে।
বাংলাবার্তা/এমআর