ছবি : সংগৃহীত
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ভাইজানের সাথে রোমানিয়ান কন্যা ইউলিয়া ভান্টুরের প্রেমের গুঞ্জন চলছে বেশ কয়েক বছর ধরেই। এবারে দুজনে একসাথে ক্যামেরাবন্দী হলেন দুবাইয়ে। ইউলিয়ার বাবার জন্মদিন উদযাপন করতেই নাকি দুজন একসঙ্গে উপস্থিত হয়েছেন দুবাইয়ে।
ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া। ছবিতে ইউলিয়া ও তার বাবা-মায়ের সঙ্গে সালমানকে দেখা গেছে।
ছবির ক্যাপশনে ইউলিয়া লিখেছেন, শুভ জন্মদিন বাবা, আমি আপনাকে অনেক ভালবাসি। আমার দুই নায়ককে ধন্যবাদ।
এর আগে, সেলিম খানের জন্মদিনেও মিষ্টি শুভেচ্ছা জানিয়েছিলেন ইউলিয়া। এছাড়াও সালমান খান ও তার পরিবারের বিভিন্ন ইভেন্টে একসঙ্গে দেখা যায় তাদের। এসব দেখে ভাইজান ভক্তদের আগ্রহ বেড়ে দ্বিগুণ। তবে কি সালমান ও ইউলিয়ার প্রেমের গুঞ্জন সত্যি হতে চলেছে?
বাংলাবার্তা/এমআর