ছবি : সংগৃহীত
একুশে পদক পাওয়া বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল আটটায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম মত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
সারওয়ার আলম বলেন, ‘পাপিয়া আমাদের মাঝে আর নেই। সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে শায়িত করা হবে।’
বরেণ্য এই রবীন্দ্রসংগীতশিল্পী বেশ কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। পাঁচদিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
বরিশালে জন্মগ্রহণকারী পাপিয়া ২০১৩ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করে। ২০২১ সালে তিনি একুশে পদক পেয়েছেন।
বাংলাবার্তা/এমআর