ছবি : সংগৃহীত
অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী শেন গ্রেগকে। বুধবার (১১ ডিসেম্বর) তাদের সম্পর্ক পূর্ণতা পেল জমকালো আয়োজনে।
গত বছর বালিতে আলিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শেন, যা নিয়ে তখনই ছিল আলোচনার ঝড়। বিয়ের দিন আলিয়া বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গা, যা সজ্জিত ছিল রঙিন পাথরে। খোলা চুলের সঙ্গে মাথায় ঘোমটা ও মানানসই গয়নায় তিনি যেন অনন্যা হয়ে উঠেছিলেন। শেন পরেছিলেন সোনালি রঙের শেরওয়ানি।
তাদের বিয়ের রোম্যান্টিক মুহূর্তের ছবি আলিয়া সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা নেটিজেনদের মাঝে হৈচৈ ফেলে দেয়। প্রাক-বিবাহ আয়োজনেও ছিল জাঁকজমকপূর্ণ পরিবেশ। গায়েহলুদের দিন বর-কনে দুজনেই রং মিলিয়ে হলুদ পোশাকে হাজির হন। মেহেদি অনুষ্ঠানে গাঢ় সবুজ রঙের পোশাকে তাদের একসঙ্গে দেখা যায়।
আনন্দের এই আয়োজনে আলিয়ার বাবা অনুরাগ কাশ্যপ ছিলেন মধ্যমণি। মেয়ের আনন্দে অংশ নিতে তাকে নাচতেও দেখা গেছে। বিয়েতে হাজির হয়েছিলেন বলিউডের রথীমহারথী তারকারা।
অতিথিদের মধ্যে ছিলেন সুহানা খান, খুশি কাপুর, ববি দেওল, সানি লিওন, ইমতিয়াজ আলি, নওয়াজউদ্দিন সিদ্দিকি, কল্কি কেকলাঁ প্রমুখ। আলিয়া ও শেনের এই নতুন জীবনের যাত্রা শুভ হোক— এটাই সবার প্রত্যাশা।
বাংলাবার্তা/এমআর