
সংগৃহীত
আলোচিত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও একটি শো চলাকালে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনসহ নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এবার তেলেঙ্গানা হাইকোর্টে সিনেমাটির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
কী বলছে অভিযোগ?
ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সিনে প্রেক্ষা বিনিযোগা দারুলা সংঘম’-এর সভাপতি জিএল নরসিমহা রাও এই মামলাটি দায়ের করেছেন।
তার দাবি, ‘পুষ্পা-২’ সিনেমা বিশ্বব্যাপী প্রায় ১,৮০০ কোটি রুপি আয় করেছে। সিনেমার টিকিটের মূল্যবৃদ্ধি এবং বিশেষ শো থেকে বিশাল অঙ্কের মুনাফা হয়েছে। তাই এই মুনাফার একটি অংশ কম বাজেটের চলচ্চিত্রের উন্নয়ন এবং পাবলিক থিয়েটার তৈরির জন্য ব্যয় করা উচিত।
তিনি আরও উল্লেখ করেন, সিনেমা হলে টিকিটের দাম বৃদ্ধি এবং বিশেষ স্ক্রিনিং অনুমোদন বিষয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। এই রায়ের ভিত্তিতে ‘পুষ্পা-২’ সিনেমার আয় থেকে একটি নির্দিষ্ট অংশ ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে ব্যয় করা উচিত।
আদালতের প্রতিক্রিয়া
মামলার শুনানি শেষে বিচারক আবেদনটির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, টিকিটের মূল্যবৃদ্ধি ও বেনিফিট শোর বিষয়টি ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তবে আবেদনকারী দাবি করেন, এই মামলা জনস্বার্থে করা হয়েছে এবং সিনেমার বিশাল মুনাফার সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা দরকার।
পরবর্তী পদক্ষেপ
আদালত আবেদনকারীকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট রায় তার দাবির সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেন। ফলে মামলাটি দুই সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে।
উল্লেখ্য, ‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির পর থেকেই বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছে। এবার নতুন এই মামলায় সিনেমার নির্মাতারা কী পদক্ষেপ নেন, তা নিয়ে সিনেমা জগতের পাশাপাশি দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ