
সংগৃহীত
বেশকিছু দিন ধরে গুঞ্জন চলছিলো বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান আবারো প্রেম করছেন। প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা গৌরি। বিষয়টি নিয়ে তখন মুখ খুলেলনি তিনি। অবশেষে তিনি নিজেই এই নতুন প্রেমের কথা স্বীকার করলেন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনাও।
শুক্রবার আমির খান ৬০ বছরে পা রাখতে চলছেন। এই বিশেষ উপলক্ষে অভিনেতা মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারের আয়োজন করেন। তবে সবচেয়ে বড় চমক ছিল তার প্রেমিকা গৌরি, যার সঙ্গে তিনি ২৫ বছর আগে প্রথম দেখা করেছিলেন।
সংবাদ সম্মেলনে আমির খান তার প্রেমিকা গৌরিকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন।
তিনি বলেন, গৌরি আর আমি ২৫ বছর আগে দেখা করেছি এবং এখন আমরা একসঙ্গে। আমরা একে অপরের প্রতি খুবই সিরিয়াস এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেড় বছর ধরে সম্পর্কে আছি।
আমির খান আরও জানান, তিনি বৃহস্পতিবার তার মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে গৌরির পরিচয় করিয়ে দিয়েছেন।
গৌরি সম্পর্কে আরও বিস্তারিত জানিয়ে আমির বলেন, গৌরি প্রোডাকশনে কাজ করেন। আমি প্রতিদিন ওর জন্য গান গাই।
এছাড়াও তিনি তার ‘লগন’ সিনেমার চরিত্র ভুবনের প্রসঙ্গ টেনে বলেন, ‘ভুবনকে তার গৌরি অবশেষে পেয়ে গেছে। সিনেমাটিতে গ্রেসি সিং গৌরির চরিত্রে অভিনয় করেন। এতে গৌরি ভুবনের প্রেমে পড়েছিলেন।
সংবাদ সম্মেলনে আমির তার প্রেমিকার জন্য ‘কভি কভি মেরে দিল মে’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান।
আমির আরও বলেন, আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য ঠিক হবে কি না। তবে আমার সন্তানরা খুব খুশি। আমি খুবই ভাগ্যবান যে আমার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমার সম্পর্ক এত ভালো।
প্রসঙ্গত, আমিরের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রীনা দত্ত, যার সঙ্গে তার দুই সন্তান আছে- জুনাইদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন, কিন্তু ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে তারা একসঙ্গে ছেলে আজাদের কো-প্যারেন্টিং চালিয়ে যাচ্ছেন।
বাংলাবার্তা/এমএইচ