
ফাইল ছবি
মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার ৮ বছর বয়সি শিশুটি চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের পাশাপাশি দেশের তারকারাও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক ফেসবুক পোস্টে লিখেছেন, "আগামী তিন দিনের মধ্যে আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। এই বিচার বাংলাদেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকুক।"
অন্যদিকে, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ঘটনাটিকে বাংলাদেশের নারীদের জন্য এক চিরস্থায়ী অভিশাপ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, "আছিয়ার মৃত্যু কেবল একটি মৃত্যু নয়, এটি প্রতিটি শিশুর, প্রতিটি নারীর আজীবনের অভিশাপ।"
গত ৫ মার্চ মাগুরায় বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
এই নৃশংস ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এই জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করতে পারে।
বাংলাবার্তা/এমএইচ