
সংগৃহীত
বলিউডের তারকারা ব্যস্ততা ভুলে রঙের উৎসবে মেতে উঠলেন। পরিবারের সদস্য, ভালোবাসার মানুষ কিংবা কাছের বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তারা। কেউ শুটিং সেটে, কেউ বন্ধুদের বাড়িতে—প্রত্যেকেই হোলিকে স্মরণীয় করে তুললেন নিজেদের মতো করে।
অমিতাভ-জয়ার ঐতিহ্যবাহী হোলি
বয়স যতই হোক, উৎসব উদযাপনে বরাবরই এগিয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। পর্দায় হেমা মালিনী কিংবা রেখার সঙ্গে হোলির রঙে মাতলেও বাস্তব জীবনে তার সঙ্গী জয়া বচ্চন। এ বছরও পরিবারের ঐতিহ্য মেনে বচ্চন পরিবারে নেড়াপোড়া আর রঙের উৎসব জমে উঠল।
ভিকি-ক্যাটরিনার দাম্পত্য রঙ
প্রতিবারের মতোই রঙের উৎসবে স্বামী ভিকি কৌশল, দেওর ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে ক্যাটরিনা কাইফ। একে অপরের গালে ভালোবাসার রঙ লাগিয়ে উদযাপন করলেন তারা।
বিজয়-তামান্নার নতুন মোড়?
সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ছিল বলিউড। তবে হোলিতে যেন নতুন মোড় নিল বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়ার সম্পর্ক! রাভিনা ট্যান্ডনের বাড়িতে রঙ খেলতে দেখা গেছে দুজনকেই, যদিও এসেছেন আলাদাভাবে। তবে বের হওয়ার সময় তামান্নার শরীরে বিজয়ের ছোঁয়া যেন অনেক কিছুই ইঙ্গিত দেয়!
কাজের মধ্যে মালাইকার হোলি
সম্প্রতি প্রেম ভেঙেছে মালাইকা অরোরা। তবে দোলের জন্য আলাদা সময় রাখেননি তিনি। কলকাতার এক অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গান ‘ঢোলনা’-তে নেচে দর্শকদের মাতিয়ে তুললেন এই অভিনেত্রী।
পরিবারের সঙ্গে কার্তিকের হোলি
যেখানে পুরো বলিউড প্রেম নিয়ে গুঞ্জনে মত্ত, সেখানে অভিনেতা কার্তিক আরিয়ান বেশ ঘরোয়া মেজাজে হোলি কাটালেন। বাবা-মা ও কাছের বন্ধুদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি।
সোনাক্ষী-জাহির: দূরত্বেও ভালোবাসা
নতুন বিয়ে হলেও সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রথম দোলটা কাটল দূরত্বেই। শুটিংয়ের ব্যস্ততায় মুম্বাইয়ে থাকতে হলো জাহিরকে, আর সোনাক্ষী ব্যস্ত ছিলেন নতুন সিনেমার শুটিংয়ে। তবে সোশ্যাল মিডিয়ায় রঙিন পোস্টে একে অপরের প্রতি ভালোবাসা জানাতে ভুললেন না।
সালমানের সেটেই রঙের খেলা
এ বছর শুটিংয়ের ব্যস্ততায় হোলির আলাদা আয়োজন করতে পারেননি সালমান খান। তবে ‘সিকান্দার’ সিনেমার সেটেই সহশিল্পী ও শিশু অভিনেতাদের সঙ্গে রঙ খেলায় মেতে উঠলেন বলিউড ভাইজান।
বলিউডের তারকাদের হোলি উদযাপন এবারও প্রমাণ করল, রঙের উৎসবে ভেদাভেদ নেই। সম্পর্কের নতুন বাঁক, পুরনো ঐতিহ্য আর নির্মল আনন্দ—সব মিলিয়ে রঙিন হয়ে উঠল তারকাদের দোল উৎসব!
বাংলাবার্তা/এমএইচ