
সংগৃহীত
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর তালিকায় যুক্ত হলো আরেকটি নাম— ‘চক্কর ৩০২’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে গোয়েন্দা চরিত্রে নিয়ে নির্মিত এই সিনেমার টিজার সম্প্রতি প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়েছে।
শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক রহস্যময় হত্যাকাণ্ডের চারপাশে। টিজারে দেখা যায়, মোশাররফ করিম একজন গোয়েন্দা হিসেবে অপরাধের জট খুলতে ব্যস্ত, যেখানে উঠে আসবে সমাজের অন্ধকার দিকগুলো।
এদিকে, ঈদে প্রতিযোগিতায় নামতে প্রস্তুত শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’। জনপ্রিয় এই তারকাদের সঙ্গে একসঙ্গে পর্দায় আসছেন মোশাররফ করিমও। ফলে দর্শকদের জন্য ঈদে বড় পর্দায় সিনেমার লড়াই বেশ উপভোগ্য হবে বলেই মনে করছেন অনেকে।
পরিচালক শরাফ আহমেদ জীবন জানিয়েছেন, ‘চক্কর ৩০২’ কেবল একটি রহস্য গল্প নয়, বরং সম্পর্কের জটিলতা ও সমাজের বাস্তব চিত্রও এতে উঠে আসবে। তিনি আরও বলেন, “সিনেমার গল্প যদি দর্শকদের ছুঁতে পারে, তবে এটি স্বাভাবিকভাবেই সাড়া ফেলবে।”
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিন জাহান, সুমন আনোয়ার, শাশ্বত দত্তসহ অনেকে। এবার দেখার পালা, ঈদে শাকিব-নিশো-সিয়ামের সঙ্গে মোশাররফ করিম কতটা চমক দেখাতে পারেন!
বাংলাবার্তা/এমএইচ