
ফাইল ছবি
ঢালিউড অভিনেত্রী পরীমনি মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন, যা ভক্তদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এবারও তার এক পোস্ট ঘিরে চর্চা চলছে।
পরীমনি লিখেছেন, “আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো, দেখ, সে যেন তোমার দুঃখের কারণ না হয়, সোনা।”
এমন পোস্ট দেওয়ার পর থেকেই নেটিজেনরা কাকে উদ্দেশ্য করে তিনি এই বার্তা দিয়েছেন, তা নিয়ে জল্পনা-কল্পনায় মেতেছেন।
রাজকেই ইঙ্গিত?
নেটিজেনদের একাংশ মনে করছেন, পরীমনি মূলত তার সাবেক স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করেই এই পোস্ট দিয়েছেন। কেউ কেউ বলছেন, ‘সোনা’ বলতে তিনি রাজকেই বোঝাতে চেয়েছেন।
একজন মন্তব্য করেছেন, “পরীমনি এখনো রাজকে ভুলতে পারেননি, তাই এমন পোস্ট দিচ্ছেন।” অন্যদিকে, আরেকজন লিখেছেন, “নিজেকে ভালোবাসুন, এভাবে পুরনো সম্পর্ক নিয়ে পোস্ট করা বন্ধ করুন।”
পরীমনি-রাজ সম্পর্কের ইতিহাস
২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। এরপর সেই বছরই ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে সম্পর্কের টানাপোড়েনে ২০২৩ সালের সেপ্টেম্বরে তারা বিচ্ছেদ ঘোষণা করেন।
বর্তমানে পরীমনি চলচ্চিত্রের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তার বিভিন্ন পোস্ট এখনো আলোচনার কেন্দ্রে থাকে। এবারও ‘সোনা’ পোস্ট ঘিরে ভক্তরা নানা জল্পনায় মেতে উঠেছেন।
বাংলাবার্তা/এমএইচ