
সংগৃহীত
ঈদের আনন্দে নতুন গানের আমেজ যেন যোগ করে বাড়তি উচ্ছ্বাস। তাই প্রতি বছরের মতো এবারও দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা ব্যস্ত রয়েছেন ঈদের বিশেষ গান তৈরিতে। বরাবরের মতোই শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সিনিয়র শিল্পীরা, সঙ্গে আছেন নবীনরাও। যদিও গানের বাজার এখন আগের মতো সরব নয়, তবুও ঈদের বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছে নীরবেই।
ঈদে আসছে মনির খান, আসিফ আকবর ও সালমার নতুন গান
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান নিয়মিত নতুন গান প্রকাশ করে থাকেন। রমজানের শুরুতেই তিনি বেশ কিছু ইসলামি গান গেয়েছেন। এবার ঈদের জন্যও বিশেষ গান আনছেন তিনি। পাশাপাশি ঈদ উপলক্ষে দেশের বাইরেও তার একাধিক কনসার্ট রয়েছে। মনির খান বলেন, “শ্রোতারা আমার গানের জন্য অপেক্ষা করেন, তাই নিয়মিত গান প্রকাশ করি। এবারও নতুন গান আসছে।”
অন্যদিকে, গানের যুবরাজ আসিফ আকবরও ব্যস্ত ঈদের গানের কাজে। ইতোমধ্যে **‘ফিরে পাব কি তোমায়?’, ‘জানো কি তুমি’, ‘তুমি শুধু’**সহ একাধিক গান তৈরি করেছেন তিনি, যা ঈদে ধারাবাহিকভাবে প্রকাশ পাবে। আসিফ বলেন, “গান এখন নিয়মিত প্রকাশ করছি। ঈদের জন্য বিশেষ কিছু গান করেছি, যা শ্রোতাদের ভালো লাগবে।”
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমাও ঈদের জন্য একাধিক নতুন গান রেকর্ড করেছেন। রমজানে স্টেজ শো কম থাকায় স্টুডিওতে নতুন গান তৈরির কাজে ব্যস্ত ছিলেন তিনি। সালমা বলেন, “আমি সারা বছর গান প্রকাশ করি, তাই ঈদে বিশেষ কিছু বলার নেই। তবে বেশ কয়েকটি গান রিলিজ করেছি, যা ঈদের গান হিসেবেও ধরা যেতে পারে।”
ইমরান ও কণার ব্যস্ততা ঈদের গান ও প্লেব্যাক নিয়ে
সুরের জাদুকর ইমরান মাহমুদুল ঈদের জন্য একাধিক একক গান তৈরি করছেন, পাশাপাশি নাটকের গান ও প্লেব্যাকেও ব্যস্ত সময় পার করছেন। ইমরান জানান, “ঈদ এলেই ব্যস্ততা বেড়ে যায়। নতুন গানের পাশাপাশি সুর ও সংগীত নিয়েও কাজ করছি।”
এদিকে ব্যস্ততম সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা এবারও ঈদের সিনেমার প্লেব্যাক করেছেন ইমরানের সঙ্গে। সেই সঙ্গে একাধিক নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। কণা বলেন, “সারা বছর গান নিয়ে কাজ করলেও ঈদের সময়টায় একটু আলাদা অনুভূতি থাকে। ঈদের জন্য একাধিক গান করেছি, যা নাটক ও সিনেমায় থাকবে।”
নতুন গান নিয়ে আসছেন কর্ণিয়া, লিজা ও পুতুল
বর্তমান প্রজন্মের শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়াও ঈদে নতুন মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন। কর্ণিয়া বলেন, “ঈদ মানেই তো বিশেষ কিছু। তাই এবারও একটি বিশেষ মিউজিক ভিডিও প্রকাশ করছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
সুরের মায়াবী কণ্ঠের শিল্পী সানিয়া সুলতানা লিজা ইতোমধ্যে বিটিভিসহ একাধিক টিভি চ্যানেলের ঈদ সংগীত অনুষ্ঠানের শুটিং শেষ করেছেন। লিজা জানান, “ঈদে বেশ কিছু গান প্রচার হবে। এর বাইরে দুটি মিউজিক ভিডিও করেছি, অন্তত একটি ঈদের আগেই প্রকাশ হবে।”
অন্যদিকে, সাজিয়া সুলতানা পুতুলও একাধিক নতুন গান তৈরি করেছেন এবং ঈদে বিভিন্ন লাইভ শোতেও অংশ নেবেন। পুতুল বলেন, “নতুন গান নিয়ে কাজ করছি, কয়েকটি টিভি অনুষ্ঠানেও থাকব। আশা করি শ্রোতারা উপভোগ করবেন।”
ঈদ আয়োজন নিয়ে ব্যস্ত অন্যান্য শিল্পীরাও
দেশের সংগীতাঙ্গনের আরও অনেক তারকাই এবার ঈদের জন্য নতুন গান নিয়ে আসছেন। এর মধ্যে রয়েছেন হাবিব ওয়াহিদ, আঁখি আলমগীর, হৃদয় খান, বেলাল খান, নাজমুন মুনিরা ন্যান্সি, কাজী শুভসহ আরও অনেকে।
ঈদের জন্য নতুন গানের আয়োজন বড় পর্দা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলেও ছড়িয়ে পড়েছে। শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেল থেকে একাধিক গান প্রকাশের পরিকল্পনা করেছেন। পাশাপাশি টিভি চ্যানেলগুলোরও বিশেষ সংগীত আয়োজন রয়েছে, যেখানে অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পীরা।
সংগীতপ্রেমীদের জন্য বিশেষ ঈদ
প্রতিবছরের মতো এবারও ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে নতুন নতুন গান প্রকাশিত হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং সার্ভিসগুলোর কারণে এখন গান আরও সহজলভ্য। ফলে শ্রোতাদের জন্য গান শোনার সুযোগও বেড়েছে। এবার দেখার অপেক্ষা, কোন গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে!
বাংলাবার্তা/এমএইচ