
ফাইল ছবি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও অর্জন করলেন বড় স্বীকৃতি! ফ্যাশন আর স্টাইলের দিক দিয়ে সবসময়ই অনন্য এই অভিনেত্রী এবার ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ জয় করেছেন।
স্টাইলিশ তারকাদের জমকালো আসর
ওপার বাংলার টালিগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত চলচ্চিত্র জগতের স্টাইলিশ-গ্ল্যামারাস তারকাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যায়। সেখানে সবার নজর কাড়েন জয়া আহসান এবং অর্জন করেন বছরের ‘ট্র্যাডিশনাল কুইন’ খেতাব।
সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি শেয়ার করতে জয়া আহসান লিখেছেন—
"এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।"
পোস্টের সঙ্গে পুরস্কার হাতে তোলা কিছু ছবি যুক্ত করেন তিনি, যেখানে তার অনবদ্য সাজ ও মুগ্ধকর রূপ শোভা পেয়েছে।
ফিল্মফেয়ার মনোনয়নেও জয়া
ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বলিউডের পাশাপাশি টলিউডেও সমান মর্যাদার। এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। এর আগে টানা সাতবার মনোনয়ন পাওয়ার পাশাপাশি চারটি ফিল্মফেয়ার জিতেছেন তিনি। এবার পঞ্চম পুরস্কারটি জয়ের হাতছানি!
জয়ার পাশাপাশি এবার বাংলাদেশের আরও দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীও পেয়েছেন ফিল্মফেয়ার মনোনয়ন।
জয়া আহসানের এই অর্জন বাংলাদেশের অভিনয়শিল্পের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়!
বাংলাবার্তা/এমএইচ