
ফাইল ছবি
বলিউডের ‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের শুরুর দিকটা খুব একটা মসৃণ ছিল না। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে অভিনয় শুরু করলেও তাকে নায়ক হিসেবে গ্রহণ করা সহজ ছিল না অনেক নির্মাতার জন্য। সে কারণেই ‘ডর’ ও ‘বাজিগর’-এর মতো ছবিতে খলনায়কের চরিত্রে নজর কাড়তে হয়েছিল। কিন্তু ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার মাধ্যমে ভাগ্য বদল হয় তার, এবং এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তবে শাহরুখ তার শুরুর দিকের সেই খল চরিত্রের কথা ভোলেননি। তাই আবারও তাকে অ্যান্টিহিরো চরিত্রে দেখা যেতে পারে। দক্ষিণী সুপারহিট পরিচালক সুকুমার, যিনি ‘পুষ্পা ২’-এর নির্মাতা, তিনি শাহরুখকে নিয়ে একটি নতুন সিনেমার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
শাহরুখ-সুকুমারের সম্ভাব্য প্রজেক্ট গুঞ্জন অনুযায়ী, এই সিনেমাটি গ্রাম্য রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হবে, যেখানে জাতপাত ও শ্রেণী নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়বস্তু উঠে আসবে। শাহরুখ এখানে অ্যান্টিহিরোর ভূমিকায় থাকবেন, যাকে একদম ভিন্ন এক দেশি অবতারে দেখা যাবে।
তবে এই সিনেমা শিগগিরই শুরু হচ্ছে না। শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে, যেখানে তার সঙ্গে আছেন অভিষেক বচ্চন। এরপর তিনি ‘পাঠান ২’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’-এর কাজে যুক্ত থাকবেন। অন্যদিকে, সুকুমার ব্যস্ত রয়েছেন ‘আরসি ১৭’, ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ ও আরও কিছু প্রকল্প নিয়ে। ফলে দুই তারকার ব্যস্ততার কারণে সিনেমাটি ২০২৭ সালের আগে শুরু হওয়ার সম্ভাবনা নেই।
‘মান্নত’ ছেড়ে নতুন বাড়িতে শাহরুখ এদিকে ব্যক্তিগত জীবনে শাহরুখ খান সাময়িকভাবে তার বিখ্যাত ‘মান্নত’ ছেড়ে নতুন একটি ভাড়া বাসায় উঠেছেন। সংস্কারকাজের জন্য তিনি মুম্বাইয়ের খারের পালি হিল এলাকায় পূজা কাসা ভবনের দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। প্রায় দুই মাস ধরে ২৭ হাজার বর্গফুটের তার বাংলোর সংস্কারকাজ চলবে।
উল্লেখ্য, শাহরুখ ২০০১ সালে ১৩.০১ কোটি রুপিতে ‘মান্নত’ কিনেছিলেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি রুপি।
বাংলাবার্তা/এমএইচ