
ফাইল ছবি
ঈদ মানেই বিনোদনের বাড়তি আয়োজন, আর বড় পর্দার পাশাপাশি টিভি পর্দাতেও সিনেমার লড়াই জমে ওঠে। এবারও তার ব্যতিক্রম নয়। যদিও প্রেক্ষাগৃহে শাকিব খান ও অনন্ত জলিলের সিনেমার সরাসরি প্রতিযোগিতা দেখা যাবে না, তবে টিভি প্রিমিয়ারে তারা মুখোমুখি হতে চলেছেন। শাকিব খানের ‘দরদ’ এবং অনন্ত জলিলের ‘কিল হিম’ টিভি পর্দায় ঈদ উপলক্ষে প্রচারিত হবে, যা দর্শকদের জন্য দারুণ আকর্ষণীয় হতে পারে।
প্রেক্ষাগৃহ বনাম টিভি লড়াই
সাধারণত ঈদে নতুন সিনেমার মুক্তি নিয়ে আলোচনা থাকে তুঙ্গে। কিন্তু এবারের ঈদে টেলিভিশনেই বড় লড়াই হবে বলে মনে করা হচ্ছে। সিনেমা হলের মতো এখানে বক্স অফিস কালেকশন বা টিকিট বিক্রির হিসাব না থাকলেও, টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) দিয়ে বোঝা যাবে কোন সিনেমাটি বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে।
কোন সিনেমা কবে প্রচারিত হবে?
ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন চ্যানেল আইতে সাতটি নতুন সিনেমা প্রচারিত হবে।
-
ঈদের দিন: অনন্ত জলিল ও বর্ষা অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিল হিম’।
-
দ্বিতীয় দিন: শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘দরদ’।
-
তৃতীয় দিন: বিপ্লব সরকার পরিচালিত ‘আগন্তুক’।
-
চতুর্থ দিন: কাজী মারুফ অভিনীত ‘গ্রীন কার্ড’।
-
পঞ্চম দিন: ওমর সানি ও জিয়াউল রোশান অভিনীত হরর সিনেমা ‘ডেড বডি’।
-
ষষ্ঠ দিন: হিমাদ্রী হিমু অভিনীত ‘মাকড়সার জাল’।
-
সপ্তম দিন: সেন্সর বোর্ডে একসময় নিষিদ্ধ থাকা অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’।
টিআরপি নির্ধারণ করবে জয়ী কে?
যেহেতু প্রেক্ষাগৃহে সরাসরি লড়াই হচ্ছে না, তাই দর্শক প্রতিক্রিয়া ও টিআরপি-ই নির্ধারণ করবে কে এগিয়ে থাকবেন। বিগত ঈদে প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করতে না পারলেও, টিভিতে এই সিনেমাগুলো নতুনভাবে দর্শক টানতে পারে।
দীপ্ত টিভির বিশেষ আয়োজন
এবার ঈদ উপলক্ষে দীপ্ত টিভিও তিনটি নতুন সিনেমা প্রচারের ঘোষণা দিয়েছে:
-
‘তুফান’ (শাকিব খান ও নাবিলা অভিনীত, রায়হান রাফির পরিচালনায়)।
-
‘ওমর’ (শরিফুল রাজ অভিনীত, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায়)।
-
‘মেঘনা কন্যা’ (কাজী নওশাবা অভিনীত, ফুয়াদ চৌধুরীর পরিচালনায়)।
সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ
প্রেক্ষাগৃহের পাশাপাশি টিভিতেও ঈদে সিনেমার জনপ্রিয়তা বাড়ছে। অনেকে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ না পেলেও, টিভিতে দেখার সুযোগ পাবেন। তাছাড়া, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা অনেকের কাছেই বিশেষ কিছু।
এবারের ঈদে শাকিব ও অনন্তের এই পরোক্ষ লড়াই কেমন হয়, তা নির্ভর করবে দর্শকদের প্রতিক্রিয়ার ওপর। তবে নিশ্চিতভাবেই বলা যায়, দুই নায়কের এই প্রতিযোগিতা দর্শকদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনবে।
বাংলাবার্তা/এমএইচ