
সংগৃহীত
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ও জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। এম রাহিম পরিচালিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে সম্প্রতি সিনেমাটির প্রচারণায় এক নতুন চমক নিয়ে হাজির হলেন বুবলী।
মঙ্গলবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরা কয়েকটি ছবি শেয়ার করেন এই নায়িকা। ক্যাপশনে তিনি লেখেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?” তার এই ভিন্নধর্মী প্রচারণায় মিশে যায় রহস্য ও কৌতূহল।
বুবলীর এমন প্রচারণা উপভোগ করেছেন তার ভক্তরা। অনেকে মনে করছেন, সিনেমার গল্পে তার চরিত্রের সঙ্গে এই লুকের কোনো যোগসূত্র থাকতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি শুধুই মজার ছলে নেওয়া একটি প্রচারণার অংশ।
সিনেমাটি নিয়ে কী বললেন বুবলী ও সিয়াম?
‘জংলি’ সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলী। তিনি বলেন, “আমি ভীষণ এক্সাইটেড! এই সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই ব্যতিক্রমী। দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে।”
অন্যদিকে, সিনেমাটির প্রধান চরিত্রে থাকা সিয়ামও তার নতুন লুকে দর্শকদের মুগ্ধ করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন,
“‘জংলি’ আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ। এই চরিত্রের জন্য আমি দীর্ঘ প্রস্তুতি নিয়েছি— প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি, এক বছর ধরে চরিত্রটিকে লালন করেছি।”
জংলি নিয়ে দর্শকদের প্রত্যাশা
সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জংলি’। বিশেষ করে, অ্যাকশন দৃশ্য, সিয়ামের চেহারার নতুন লুক, বুবলীর চরিত্রের রহস্যময়তা এবং দীঘির উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
সিনেমা সংশ্লিষ্টদের মতে, ‘জংলি’ হতে পারে এবারের ঈদের অন্যতম বড় চমক। সিনেমাটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের নিবেদন নতুন এক অভিজ্ঞতা দেবে দর্শকদের। এখন শুধু অপেক্ষা ঈদের মুক্তির!
বাংলাবার্তা/এমএইচ