
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বাজেট সংকোচনের কারণে নাটকে অভিনয়শিল্পীর সংখ্যা কমিয়ে আনা হলেও এবারের ঈদে ভিন্নধর্মী ব্যতিক্রম ঘটেছে। ‘একান্নবর্তী’ নামের একটি নাটকে অভিনয় করেছেন আটজন জনপ্রিয় তারকা।
নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠু, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিংবাড়িতে এর দৃশ্যধারণ শেষ হয়েছে।
পরিচালক মহিন খান জানান, "এ নাটকের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী একান্নবর্তী পরিবারের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার চেষ্টা করেছি।"
নাটকের অভিজ্ঞতা নিয়ে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান বলেন, "একান্নবর্তী পরিবার এখন প্রায় বিলুপ্ত। তবে এ ধরনের গল্পের মাধ্যমে হয়তো আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে পারি।"
তারিক আনাম খান বলেন, "মহিন খান দর্শকের মনের কথা বোঝেন। আমাদের সংস্কৃতির মূল গল্পগুলোকে তুলে আনার ক্ষেত্রে তার কাজ অনুপ্রেরণাদায়ক।"
অভিনেতা মাসুম বাশার মনে করেন, "ভালো গল্প আর পারিবারিক আবহ থাকলেই নাটক প্রাণবন্ত হয়। মহিনের কাজ মানেই তা নিশ্চিত।"
চিত্রলেখা গুহ বলেন, "সম্পর্কের যত্ন নিলে পরিবার টিকে থাকে—এই নাটকই সেটার উদাহরণ হয়ে উঠবে।"
নতুন প্রজন্মের অভিনেতা নিলয় আলমগীর বলেন, "একই নাটকে কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।"
জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, "এই নাটক আমাদের হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের মূল্যবোধ ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে মনে করি।"
‘একান্নবর্তী’ নাটকটি ঈদ উপলক্ষে নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেল ‘নাফ এন্টারটেইনমেন্ট’-এ প্রকাশিত হবে।
বাংলাবার্তা/এমএইচ