
ফাইল ছবি
বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর আবারও পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছেন। ২০২২ সালে রণবীরকে বিয়ে করার পর তারা তাদের প্রথম সন্তান, কন্যা রাহাকে স্বাগত জানান, যিনি বর্তমানে ২ বছর বয়সী। এখন আবার দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।
সম্প্রতি রণবীর কাপুর একটি সাক্ষাৎকারে জানান, “খুব শিগগির দ্বিতীয় উল্কি করাব।” রাহার জন্মের পর নিজের শরীরে তার নামের উল্কি আঁকিয়েছিলেন রণবীর, যা ছিল তার জীবনের প্রথম উল্কি। এবার দ্বিতীয় সন্তান নিয়ে তাদের পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার এই মন্তব্য থেকে।
এছাড়া, আলিয়া ভাটও কিছুদিন আগে একই বিষয়ের উপর মন্তব্য করেছেন, যা তাদের দ্বিতীয় সন্তানের আগমনের সম্ভাবনা আরও শক্তিশালী করে তুলছে।
বর্তমানে, রণবীর ও আলিয়া দুজনেই সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া, ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমায় একসঙ্গে তাদের পর্দায় দেখা যাবে, যা তাদের ভক্তদের জন্য এক নতুন চমক অপেক্ষা করছে।
বাংলাবার্তা/এমএইচ